ধাপেরহাট প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস্ গ্রামে দুটি পরিবারের যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে ৪৫ দিন হলো অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষরা।
সরেজমিনে গিয়ে, জানাযায় ঐ গ্রামের রাজু, রঞ্জু, সাজুগংদের সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলে আসছিলো,এ কারনে দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিলো,গত ১৩ এপ্রিল রাজু,সাজু ও রঞ্জু গংরা গাইবান্ধা বিজ্ঞ আদালতে মামলার হাজিরা দিতে যায়।কোর্ট থেকে ফিরে এসে ১৪ এপ্রিল সকালে প্রতিপক্ষ মৃত খোকা সরকারের পুত্র জালাল মিয়ার ও তার ছোট ভাইয়ের বসত বাড়ির দুই পরিবারের দুই গেটের সামনে, বাঁশের খুটি পুতে তাতে বাঁশের জাকলা দিয়ে ঘিরে দিয়ে তার সামনে কলাগাছ রোপন করে রেখেছেন।
পরিবার দুটি দীর্ঘ দিন থেকে বাড়ির প্রাচী টপকিয়ে অন্য পাশদিয়ে অতিকষ্টে যাতায়াত করলেও গরু ছাগল নিয়ে বের হওয়ার কোন উপায় নেই।একটি অটো ভ্যান প্অরতিদিন গ্যারেজে রাখছেন, গত ঈদে আত্মীয় স্বজন পর্যন্ত আসতে পারেনি, পরিবার ২ টি দীর্ঘ ৪৫ দিন যাবত অবরুদ্ধ অবস্থায় আছে।
অবরুদ্ধ দুই পরিবারের কর্তা জালাল মিয়া এ বিষয়ে প্রথমে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।এতেও এই পরিবারের যাতায়াতের রাস্তা খুলে দেয়নি প্রতিপক্ষ রাজু,সাজু ও রঞ্জু গংরা।
ভুক্তভোগী অবরুদ্ধ পরিবারের কর্তা জালাল মিয়া বলেন,আজ ৪৫ দিন যাবত আমরা অবরুদ্ধ, গরু ছাগল, কোন কিছুই বের করতে পারছিনা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছিলো, তার পরেও তারা রাস্তা খুলে দেয়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন,আমি ঘটনা স্থলে গিয়েছিলাম এবং অবরুদ্ধ পরিবারের রাস্তা খুলে দিতে বলেছি কিন্তু তারা এখনো রাস্তা খুলে দেয়নি।
নিরুপায় হয়ে ভুক্তভোগী পরিবার অবশেষে গত ৯ এপ্রিল গাইবান্ধা জেলা প্রসাশক মহোদয়ের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অবরুদ্ধ পরিবারের লোকজন জানান,সরকারের কাছে আবেদন আমাদের যাতায়াতের রাস্তাটি খুলে দেয়ার ব্যাবস্থা করা হোক।
অসহায় অবরুদ্ধ পরিবারর ২ টির যাতায়াতের রাস্তা অতিদ্রুত মুক্ত করতে জেলা প্রসাশক ও পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।